Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

হরিরামপুরে চোলাই মদসহ যুবক আটক


আগামী নিউজ | উপজেলা প্রতিনিধি, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২, ০৭:৪৯ পিএম
হরিরামপুরে চোলাই মদসহ যুবক আটক

মানিকগঞ্জঃ মানিকগঞ্জের হরিরামপুরে ১০ লিটার চোলাই মদ এবং ১৫ লিটার মদ তৈরির উপকরণসহ মো. লায়েছ উদ্দিন (২৭) এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে হরিরামপুর থানা পুলিশ।

আটক লায়েছ উদ্দিন ঝিটকা মধ্যপাড়া গ্রামের সামছুল হকের ছেলে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, "দীর্ঘদিন যাবত লায়েছ চোলাই মদ উৎপাদন ও বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাকে ১০ লিটার চোলাই মদ এবং ১৫ লিটার মদ তৈরির উপকরণসহ আটক করা হয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।"

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে