Dr. Neem on Daraz
Victory Day

মধুখালীতে ৩০ কেজি গাঁজাসহ আটক-৩


আগামী নিউজ | উপজেলা প্রতিনিধি, মধুখালী (ফরিদপুর) প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২, ০৬:১৯ পিএম
মধুখালীতে ৩০ কেজি গাঁজাসহ আটক-৩

ফরিদপুরঃ  ফরিদপুরের মধুখালী থানা পুলিশ বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) রাত আড়াইটায় ৩০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে। এ ঘটনায় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম আজ বৃহস্পতিবার দুপুর ২ টায় নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করেছেন।

ওসি মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে মধুখালী পৌর সদরের মধুখালী কেন্দীয় ঈদগাহ মাঠের ঢাকা-খুলনা মহাসড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে খাগড়াছড়ি হতে সাতক্ষীরাগামী ঈগল পরিবহনে তল্লাসী ঈগল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-১১৭৭) কেবিনে রাখা ট্রাভেল ব্যাগ ও কার্টুনে রাখা মোট ৩০ কেজি গাঁজা পাওয়া যায়।

এ সময় বাসের সুপারভাইজার ঝিনাইদহ জেলার উলুবাড়িয়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে আবু রায়হান (৪৫) ও একই এলাকার সামসুদ্দিনের ছেলে মো ঃ শাহিন (৩৫) এবং বাসের যাত্রী মাগুরা জেলার শালিখা উপজেলার দিঘল গ্রামের ছলিম শিকদার এর ছেলে সাজ্জাদ শিকদার (৩৯) কে আটক করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১) টেবিলের ১৯ (গ) ধারায় মধুখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১১ ।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে