Dr. Neem on Daraz
Victory Day

চট্টগ্রামের পর দ্বিতীয় মেরিটাইম ইনস্টিটিউট মাদারীপুরে


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, মাদারীপুর প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২, ০৬:৪৪ পিএম
চট্টগ্রামের পর দ্বিতীয় মেরিটাইম ইনস্টিটিউট মাদারীপুরে

মাদারীপুরঃ চট্টগ্রামের পর মাদারীপুরে ৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দ্বিতীয় ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট। আগামী জানুয়ারিতে এই প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। 

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ এলাকায় প্রকল্প এলাকাটির পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এসময় শাজাহান খান বলেন, দেশে ও বিদেশে জাহাজে কর্মরত নাবিক ও ক্রুদের প্রশিক্ষনের জন্য এই প্রতিষ্ঠানটি খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখানে প্রতিবছর দুটি গ্রুপে ৬ শতাধিক শিক্ষার্থী ভর্তি হতে পারবে। যারা বিদেশে জাহাজে চাকুরী করে তারা ১০ বছর চাকুরি করলে ১০ কোটি টাকা দেশে নিয়ে ফিরতে পারে। এখান থেকে যারা প্রশিক্ষণ নিবে তারাও ভাল আয় করবে। এছাড়া এই প্রতিষ্ঠানটিতে প্রশিক্ষনার্থীরদের জন্য থাকা-খাওয়া ও খেলাধুলারও সু-ব্যবস্থাও রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান ও অন্যান্যরা।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে