Dr. Neem on Daraz
Victory Day

বোয়ালমারীতে পূর্বশত্রুতার জেরে ফুলকপির ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ


আগামী নিউজ | উপজেলা প্রতিনিধি, (বোয়ালমারী)ফরিদপুর  প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২, ০৮:০৮ পিএম
বোয়ালমারীতে পূর্বশত্রুতার জেরে ফুলকপির ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ব শত্রুতার জের ধরে ফুলকপির ক্ষেত নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক ফারুক শেখ। ফুলকপির ক্ষেত বিনষ্টের কারণে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের ডোবরা জুটমিল সংলগ্ন মাঠে ৩২ শতাংশ বর্গা জমিতে শীতকালীন সবজি ফুলকপির আবাদ করেছিলেন ডোবরা গ্রামের কৃষক মো. ফারুক শেখ। ফলনও হয়েছিলো ভালোই। কিন্তু মঙ্গলবার (১৫ নভেম্বর) গভীর রাতে কে বা কারা তার ফুলকপির ক্ষেতে স্প্রে এর মাধ্যমে আগাছানাশক ঔষধ প্রয়োগ করে। পরদিন দুপুরে তিনি ফুলকপির ক্ষেতে গিয়ে দেখতে পান ফুলকপির গাছগুলো নিস্তেজ হয়ে ঢলে পড়েছে। আগাছানাশক স্প্রে এর কারণে দু’য়েক দিনের মধ্যেই গোড়ায় পঁচন ধরে ফুলকপি গাছ ও জমির আগাছা মরে হলুদ বর্ণ ধারণ করেছে। এতে ওই কৃষকের সাড়ে ৩ হাজার ফুলকপি গাছ মরে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ফারুক শেখ রবিবার (২০ নভেম্বর) বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী কৃষক মো. ফারুক শেখ বলেন, এলাকায় একটি পক্ষের সাথে আমাদের বিরোধ রয়েছে। বিভিন্ন মিথ্যা মামলায় তারা আমাদেরকে আসামি করেছে। সেসব মামলা বর্তমানে আদালতে চলমান রয়েছে। আমাদের ক্ষতিসাধনের লক্ষ্যে রাতের আধারে প্রতিপক্ষের লোকজন আমার ফুলকপির ক্ষেতে বিষ প্রয়োগ করেছে। এতে আমার ক্ষেতের ৮০ শতাংশ ফুলকপি গাছ পঁচে দেড় লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। এছাড়া ওই ফুলকপি ক্ষেতের পার্শ্ববর্তী জমিতে ১২ কেজি পেঁয়াজের দানা (বীজ) রয়েছে। পেঁয়াজের দানার ক্ষেত যেনো ক্ষতিগ্রস্থ না হয় সে ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ফারুক শেখ।

দিবাকর বসু টুটুল/এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে