Dr. Neem on Daraz
Victory Day

শান্তিরক্ষা মিশনে নিহত জাহাঙ্গীরের বাড়িতে শোকের মাতম


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক, নীলফামারী প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২, ০৯:৫৮ পিএম
শান্তিরক্ষা মিশনে নিহত জাহাঙ্গীরের বাড়িতে শোকের মাতম

নীলফামারীঃ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অপারেশন কার্যক্রম পরিচালনাকালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে বাংলাদেশি তিন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই সেনা সদস্য। বাংলাদেশ সময় মঙ্গলবার(৪ অক্টোবর) ভোর ৬ টায় ওই ঘটনা ঘটে।

নিহদের মধ্যে জাহাঙ্গীর আলম নামের একজনের বাড়ি নীলফামারীতে। তিনি জেলার ডিমলা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের লতিফর রহমানের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ২০১৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন জাহাঙ্গীর আলম। ১০ মাস আগে মধ্য আফ্রিকান প্রজাতেন্ত্রর ব্যানব্যাট-৮ এলাকার উইক্যাম্পে শান্তিরক্ষী মিশনে যান তিনি। আজ সকালে সেবাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মোবাইল ফোনে জাহাঙ্গীর আলমসহ ৩ জন নিহতের বিষয়টি পরিবারকে জানিয়েছেন।

এদিকে জাহাঙ্গীর আলমের নিহত হওয়ার খবরে শোকের মাতম বইছে তার পরিবারে। বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা লতিফর রহমান, বার বার মুর্ছা যাচ্ছেন জাহাঙ্গীর আলমের মা। শোক প্রকাশ করেছেন তার পাড়া প্রতিবেশীরাও।

জাহাঙ্গীর আলমের বড় ভাই করপোরাল আবুজার রহমান বলেন, ১০ মাস আগে মধ্য আফ্রিকান প্রজাতেন্ত্রর ব্যানব্যাট-৮ এলাকার উইক্যাম্পে শান্তিরক্ষী মিশনে যায় আলম। আজ মঙ্গলবার ভোর ৪টায় মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আমার ভাইসহ তিন বাংলাদেশি সেনা প্রাণ হারায় বলে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানায় আমাদের পরিবারকে।

তিনি আরও বলেন, বিষয়টি পরিবারে জানার পর থেকে সবাই শোকে কাতর হয়ে পরেছেন। ভাইয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক এই অনুরোধ।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে