Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

হাসপাতালে ভর্তি হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২, ০২:২২ পিএম
হাসপাতালে ভর্তি হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী

মুহিব্বুল্লাহ বাবুনগরী। ফাইল ছবি

ঢাকাঃ হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী (৮৮) হাসপাতালে ভর্তি হয়েছেন। অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে চট্টগ্রাম নগরের বেসরকারি ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আগামী নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভুগছেন। বৃহস্পতিবার হঠাৎ পেটে ব্যথা অনুভব করেন। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট আসার পরে বিস্তারিত জানা যাবে।

এ সময় আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

প্রসঙ্গত, জুনাইদ বাবুনগরীর মৃত্যুর পর ২০২১ সালের আগস্টে হেফাজতে ইসলামের আমির হিসেবে দায়িত্ব পান চট্টগ্রামের ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসার মুহতামিম শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে