Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

কুড়িগ্রামে প্রশ্নফাঁসের প্রতিবাদে এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন 


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২, ০২:০১ পিএম
কুড়িগ্রামে প্রশ্নফাঁসের প্রতিবাদে এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন 

কুড়িগ্রামঃ ভুরম্নঙ্গামারীর নেহাল উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও যথাসময়ে পরীক্ষা শেষের দাবিতে এসএসসি পরীক্ষার্থীরা মানববন্ধন করেছে। বৃহষ্পতিবার সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থী জাকিউল ইসলাম, মাহিন হাবীব, রাফিউল ইসলাম। 

বক্তারা বলেন, পরীক্ষায় কোনো প্রশ্নফাঁস হবেনা বলে শিক্ষামন্ত্রী কথা দিয়েছিলেন, কিন্তু কার গাফিলতি ও দুর্নীতির কারণে ভুরম্নঙ্গামারীতে প্রশ্ন ফাঁস হলো তা দ্রুত খুঁজে বের করতে হবে। শোনা যায় সেখানে সবজির দামে প্রশ্ন পাওয়া গেছে। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতার কারণে এই প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে। করোনা ও বন্যার পর প্রশ্নফাঁসের পর শিক্ষার্থী ও অভিভাবকদের শঙ্কা দূর করতে ১ অক্টোবরের মধ্যে স্থগিত পরীক্ষা নেওয়ার দাবি জানান সাধারণ পরীক্ষার্থীরা।

শাহীন আহমেদ/এমএম