Dr. Neem on Daraz
Victory Day

বান্দরবানে মিয়ানমারের ৪ মর্টার শেল পড়ে নিহত ১, শিশুসহ আহত ৫


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২, ০২:১৮ এএম
বান্দরবানে মিয়ানমারের ৪ মর্টার শেল পড়ে নিহত ১, শিশুসহ আহত ৫

বান্দরবানঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুনধুম ইউনিয়ন সীমান্তে আবারও পরপর পাঁচটি মর্টার শেল নিক্ষেপ করেছে মিয়ানমার। এ ঘটনায় ইকবাল হোসেন (২১) নাম এক যুবক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলায় ঘুনধুম ইউনিয়নের তুমব্রু বাজারের পূর্বপাশে জিরোপয়েন্টের রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত ইকবার হোসেন রোহিঙ্গা শরণার্থী মো. মনির হোসেনের ছেলে। আহত ব্যক্তিরা হলেন, সাহদিয়া (৪), মো. আনাস (১৫), নবী হোসেন (২১), জাহিদ আলম (৩০) ও আহত অপর একজনের নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টা থেকে মুহুমুর্হু মর্টার শেল বিস্ফোরণের আওয়াজে আতঙ্কিত হয়ে গ্রামের অনেক বাসিন্দা ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন। ৮টা থেকে পাঁচটি মর্টার শেল নিক্ষেপ করেছে মিয়ানমার। তারমধ্যে তিনটি পড়েছে নোম্যান্স ল্যান্ডে এবং বাকি দুটি পড়েছে জিরোপয়েন্ট রোহিঙ্গা ক্যাম্পে। এ সময় সেখানে রোহিঙ্গা শরণার্থী মো. ইকবাল হোসেন নামে এক যুবক ঘটনাস্থলে নিহত হন। এছাড়া শিশুসহ আরও অন্তত পাঁচজনকে কক্সবাজারের উখিয়া উপজেলার এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঘুনধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মেম্বার বাবুল চাকমা।

এদিকে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে স্থলমাইন বিস্ফোরণে উনু সাই তঞ্চঙ্গ্যা নামে এক ব্যক্তির পা উড়ে যায়। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ ব্যাপারে প্রশাসনের সঙ্গে যোগযোগ করা হলে কাউকে পাওয়া যায়নি।

এর আগে গত ২৮ আগস্ট বান্দরবানের তুমব্রু সীমান্তেই মিয়ানমার থেকে দু’টি অবিস্ফোরিত মর্টার শেল এসে পড়েছিল। শনিবার (৩ সেপ্টেম্বর) মিয়ানমারের দুটি যুদ্ধবিমান এবং দুটি ফাইটিং হেলিকপ্টারের গোলা বাংলাদেশের সীমানার ভেতরে এসে পড়ে।

এদিকে ঘটনাগুলোর ব্যাপারে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়।

তা ছাড়া কয়েকদিন আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকায় বিদেশি কূটনীতিকদের সঙ্গেও বৈঠক করে ঘটনাগুলো সম্পর্ক অবহিত করেছেন।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে