Dr. Neem on Daraz
Victory Day

জয়পুরহাটে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতানির অভিযোগ


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, জয়পুরহাট প্রকাশিত: আগস্ট ২০, ২০২২, ০৯:৫২ পিএম
জয়পুরহাটে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতানির অভিযোগ

জয়পুরহাটঃ এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতানির অভিযোগ মামলা করেছেন ভুক্তভোগী এক ছাত্রীর অভিভাবক।

মামলা সূত্রে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার করই কাদিরপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মামুনুর রশিদ মামুন গত ১৬ আগস্ট স্কুল চলাকালীন সময় বেলা সাড়ে ১১টার দিকে ৫ম শ্রেণির ১১ বছরের এক ছাত্রীকে একটি কক্ষে ডেকে নিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে স্পর্শকাতর স্থানে শ্লীলতানি করে। 

এ ঘটনাটি অন্য শিক্ষার্থী দেখে ফেলে। পরে বিষয়টি জানাজানি হলে আরও অন্য ছাত্রীদের সাথে এমন ঘটনা ঘটিয়েছে এমন তথ্য বেরিয়ে আসে। 

এ বিষয়ে স্থানীয় প্রভাবশালীদের দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন শিক্ষক মামুন। 

অবশেষে শনিবার (২০ আগস্ট) বিকেলে জয়পুরহাট সদর থানায় মামলা করেন ওই ৫ম শ্রেণির ছাত্রীর মা পারভীন আকতার।

এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা আতিকুর রহমান আতিক বলেন, শিক্ষক হচ্ছে বাবা-মার পরেই অভিভাবক আর শিক্ষকই যদি এসব করে, তাহলে আমরা কি করবো, কোথায় যাব, আমাদের বাচ্চাদের নিরাপত্তা কোথায়। আমরা শিক্ষক মামুনের কঠোর শাস্তি চাই।

অভিযুক্ত শিক্ষক মামুনুর রশিদ মামুন কাছে বারবার মুঠোফোনে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সরোয়ার আলম জানান, যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক মামুনুর রশিদ মামুনের বিরুদ্ধে সন্ধ্যার আগে থানায় মামলা দায়ের হয়েছে। আসামি গ্রেফতারের জোর তৎপরতা চলছে।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে