Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

বাগেরহাটে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, বাগেরহাট প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২, ০৪:৩৪ পিএম
বাগেরহাটে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বাগেরহাটঃ বাগেরহাটে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জব্বার মোল্লা (৫৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে  শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে শহরের রেলরোড এলাকা থেকে অভিযুক্ত বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

আটক জব্বার মোল্লা (আনুমানিক ৫৫) মৃত হাসমত আলী মোল্লার ছেলে। সে দীর্ঘদিন ধরে বাগেরহাট শহরের রেলরোড এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন। সে চা বিক্রির পাশাপাশি ইলেট্রিক মিন্ত্রি হিসাবে কাজ করতেন।

শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, সকাল ১০টার দিকে রেলরোডস্থ জব্বার মোল্লার দোকানে বিস্কুট কিনতে যায় শিশুটি। আশেপাশে কেউ না থাকায় শিশুটিকে দোকানের পিছনে শোবার ঘরে নিয়ে জব্বার মোল্লা ধর্ষণের চেষ্টা চালায়। পরবর্তীতে ওই শিশুটি বাড়ি ফিরে তার মাকে ঘটনা জানায়।

বাগেরহাট মডেল থানার (ওসি) তদন্ত মোহাম্মদ মোহাসিন হোসেন বলেন, ২য় শ্রেণির এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জব্বার মোল্লা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএস