Dr. Neem on Daraz
Victory Day

ভালোবেসে বিয়ে, অতঃপর...


আগামী নিউজ | নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২০, ১২:২২ পিএম
ভালোবেসে বিয়ে, অতঃপর...

ভালোবেসে বিয়ে করার দুই মাসের মাথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হওয়া এক নবদম্পতি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সোমবার (১৩ জানুয়ারি) বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাদের ঢামেকে ভর্তি করা হয়েছিল। নিহত দম্পতি হলো মাহাবুল ইসলাম (২৫) ও তার স্ত্রী রুনিয়া আক্তার খাদিজা (২০)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর ৪টার দিকে মাহাবুল ও সকাল ৬টার দিকে রুনিয়া মারা যান।

মাহাবুল ময়মনসিংহের ফুলপুর থানার গোপপুর এলাকার আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে ফতুল্লার শাসনগাঁও এলাকার ওহাব সরদারের বিল্ডিংয়ের ছাদে কাপড় শুকাতে যান রুনিয়া আক্তার খাদিজা। ওই ছাদের ওপর দিয়ে ১ লাখ ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সংযোগ লাইন ছিল। ছাদে ওঠার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় তার পরনের কাপড়ে আগুন ধরে যায়। সেই আগুন নিচে পড়ে দুটি ঘরও পুড়ে যায়।

রুনিয়ার চিৎকারে স্বামী মাহাবুল ইসলাম বাঁচাতে দ্রুত ছাদে ওঠলে তিনিও দগ্ধ হন। খবর পেয়ে ফতুল্লার বিসিক ফায়ার সার্ভিসের সদস্যরা দুজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানি। কিন্তু তারা মারা গেছে কি না পরিবারের পক্ষ থেকে কেউ জানায়নি। আমরা খোঁজ নিচ্ছি।

আগামী নিউজ/এসএম/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে