Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

কুড়িগ্রামে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম প্রকাশিত: আগস্ট ১০, ২০২২, ০৪:০৪ পিএম
কুড়িগ্রামে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুড়িগ্রামঃ জ্বালানি তেল, ডিজেল, অকটেন পেট্রোল ও কৃষি সারসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টি।

বুধবার (১০ আগস্ট) দুপুরে পৃথক পৃথক তিনটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ফজলুল করিম বাবু, পৌর জাতীয় পার্টির আহবায়ক আতাউর রহমান আতা, ফুলবাড়ী উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আজিজার রহমান, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায় রেজাউল  ইসলাম রেজাসহ আরো অনেকে।

এ সময় বক্তারা জ্বালানি তেল, ডিজেল, অকটেন পেট্রোল ও কৃষি সারসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দ্রুত কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এমবুইউ