Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

ভেসে এলো মৃত ডলফিন


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর প্রকাশিত: আগস্ট ৯, ২০২২, ০৯:০৪ পিএম
ভেসে এলো মৃত ডলফিন

লক্ষ্মীপুরঃ জেলার রামগতিতে মেঘনা নদীতে প্রায় ৫০ কেজি ওজনের একটি মৃত ডলফিন ভেসে উঠেছে।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড়খেরি ইউনিয়নের বড়িখেরি পুলিশ ফাঁড়ির এলাকায় নদীতে ডলফিনটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, হঠাৎ করে মৃত ডলফিনটি নদীতে ভেসে উঠে। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তাৎক্ষণিক ডলফিনটি নদী থেকে উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়।

বড়খেরি পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) ফেরদৌস আহম্মদ বলেন, মৃত অবস্থায় ডলফিনটি ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে বঙ্গোপসাগরে মারা গিয়ে স্রোতের সঙ্গে ডলফিনটি ঘটনাস্থলে চলে এসেছে। উপজেলা প্রাণিসম্পদ বিভাগকে খবর দেওয়া হয়েছে।

এসএস