Dr. Neem on Daraz
Victory Day

ভারতের রাষ্ট্রপতি সাঁওতাল নেত্রী মুর্মু, গাইবান্ধায় আনন্দ শোভাযাত্রা


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, গাইবান্ধা প্রকাশিত: জুলাই ২৩, ২০২২, ০৮:০২ পিএম
ভারতের রাষ্ট্রপতি সাঁওতাল নেত্রী মুর্মু, গাইবান্ধায় আনন্দ শোভাযাত্রা

গাইবান্ধা: ভ্রাতৃপ্রতিম ভারতের রাষ্ট্রপতি হিসেবে আদিবাসী সাঁওতাল নেত্রী দ্রেীপদী মুর্মু নির্বাচিত হওয়ায় গাইবান্ধায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ জুলাই) দুপুরে গাইবান্ধা নাট্য সংস্থার সামনে থেকে একটি বনার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে। এতে আদিবাসী পল্লীর শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।

আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, সামাজিক সংগ্রাম পরিষদ, জনউদ্যোগ, গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে আয়োজিত আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। 

পরে ডা. ফিলিমন বাসকের সভাপতিতে অনুষ্ঠিত শোভাযাত্রায় বক্তব্য রাখেন বার কাউন্সিল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জাহাঙ্গীর কবির তনু প্রমুখ।

বক্তাগণ বলেন, ভারতের আদিবাসী সাঁওতাল নেত্রী দ্রেীপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমাদের খুব আনন্দ হচ্ছে, উচ্ছসিত আমরা। এছাড়াও গর্ব হচ্ছে আদিবাসী রাষ্ট্রপতি হওয়ায়।

সুদীপ্ত শামীম/এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে