Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

তেঁতুলিয়ায় ট্রাক্টর উল্টে চাপা পড়ে চালক নিহত


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, পঞ্চগড় প্রকাশিত: জুলাই ৪, ২০২২, ১২:১৮ এএম
তেঁতুলিয়ায় ট্রাক্টর উল্টে চাপা পড়ে চালক নিহত

পঞ্চগড়ঃ জেলার তেঁতুলিয়া উপজেলায় হালচাষের সময় ট্রাক্টর উল্টে চাপা পড়ে এনামুল হক (৩০) নামে ট্রাক্টরের চালক নিহত হয়েছে। রোববার (৩ জুলাই) রাতে উপজেলার তিরনইহাট খয়খাটপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ জানায়, উপজেলার তিরনইহাট ইউনিয়নে হাল চাষ করার সময় ট্রাক্টরটির চাকা খালে পড়ে গেলে সেটি উদ্ধারের জন্য এনামুল হক অন্য একটি ট্রাক্টর দিয়ে উত্তোলন চেষ্টা করছিলেন। এ সময় বুঝে উঠার আগেই ট্রাক্টরটি উল্টে গেলে চাপা পড়ে চালক ঘটনাস্থলে নিহত হয়। পরে মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন। 

নিহত এনামুল পঞ্চগড় জেলার তেঁতুলিয়া  উপজেলার সদর ইউনিয়নের কোম্পানিজোত এলাকার খাদেমুল হকের ছেলে।

এসএস