August
Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

বড় ভাইয়ের চোখ তুলে নিল ছোট ভাই


আগামী নিউজ | উপজেলা প্রতিনিধি, ইন্দুরকানী (পিরোজপুর) প্রকাশিত: জুন ৩০, ২০২২, ১১:৩৪ এএম
বড় ভাইয়ের চোখ তুলে নিল ছোট ভাই

পিরোজপুরঃ ইন্দুরকানীতে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আপন বড় ভাইয়ের চোখ তুলে ফেলছে ছোট ভাই। বুধবার রাত উপজেলার পত্তাশী গ্রামে এ ঘটন ঘটে।

স্থানীয় সূত্রে জান যায়, উপজেলার পত্তাশী গ্রামের মোঃ চাহেব আলী খান এর বড় ছেলে ওবায়দুল খান (৪৫) এর বাম চোখ ধারালো রড দিয়ে ছোট ভাই আছলাম আলী খান তুলে নেয়। এসময় ছোট ভাইয়ের রডের এলোপাথারী আঘাতে বড় ভাইয়ের মুখমন্ডল থেতলে যায়। পরে তার স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ নাজমুল হাসান জানান, দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। আর এ কারণেই এমন ঘটনা ঘটেছে।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক জানান, পূ্র্ব শত্রুতার জের ধরে এক ভাই অপর ভাইয়ের চোখ তুলে ফেলে। এঘটনায় মামলার প্রস্ততি চলছে।  

মোঃ হাফিজুর রহমান/এমবুইউ