August
Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

লালমনিরহাটে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, লালমনিরহাট প্রকাশিত: জুন ২৯, ২০২২, ১১:৩৯ পিএম
লালমনিরহাটে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

লালমনিরহাটঃ আদিতমারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে আয়শা খাতুন (২) ও লাবিবা আক্তার (২) নামে দুই শিশু'র মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুন) দুপুরের পর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু আয়েশা ওই এলাকার রাশেদুল ইসলাম এবং লাবিবা একই এলাকার রুবেল মিয়ার মেয়ে। 

নিহত শিশু আয়েশা ও লামিয়ার পরিবার জানায়, দুই শিশুই বাড়ির উঠানের খেলা করছিল। এ সময় পাশের পুকুরে পড়ে গেলে পানিতে ডুবে যায় তারা।  খোঁজাখোঁজির একপর্যায়ে পুকুরে একই সাথে তাদের দুইজনের মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন দুই শিশুর মরদেহ উদ্ধার করে। এর পরেই শিশু দুইটির পরিবারে শোকের মাতম চলছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

এসএস