Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

টাঙ্গাইলে আইস ও ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, টাঙ্গাইল প্রকাশিত: জুন ২৩, ২০২২, ০৫:৩১ পিএম
টাঙ্গাইলে আইস ও ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

টাঙ্গাইলঃ ৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা (দক্ষিণ) ডিবি পুলিশ। বুধবার বিকেলে মির্জাপুর ক্যাডেট কলেজ সংলগ্ন হলিদ্রাচালা এলাকা থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুন)দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) ডিবি পুলিশের অফিসার ইনচার্জ দেলওয়ার হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে আরিফুজ্জামান (৩৫), গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার বিল্লাল হোসেনের ছেলে কামরুজ্জামান (২৪)। এসময় ২৮ লাখ টাকা মূল্যের ৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১ হাজার পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আটক হওয়া ওই দুই মাদক বিত্রেতার বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

শফিকুজ্জামান খান মোস্তফা/এসএস