Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

গাইবান্ধায় ১১৬ লিটার মদসহ মাদক কারবারি আটক


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, গাইবান্ধা: প্রকাশিত: মে ২৮, ২০২২, ০৬:২৪ পিএম
গাইবান্ধায় ১১৬ লিটার মদসহ মাদক কারবারি আটক

গাইবান্ধা: গাইবান্ধায় ১১৬ লিটার চোলাই মদসহ জীবন বাসপো (২২) নামের এক মাদক কারবারি আটক করেছে র‍্যাব। জীবন বাসপো সদর উপজেলার দারিয়াপুর গ্রামের দুলাল বাসপোর ছেলে।

শনিবার (২৮ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল জেলা শহরের ট্রাফিক মোড়ে দক্ষিণ পাশে রাস্তায় অভিযান চালিয়ে ১১৬ লিটার দেশীয় চোলাই মদসহ তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, জীবন বাসপো দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। তার সঙ্গে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। জীবন বাসপোর বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় র‍্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছে।

র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কোম্পানির ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

সুদীপ্ত শামীম/এসএস