Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

মুসলমানির দিন সবাই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, গোসলে গিয়ে শিশুর মৃত্যু


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ প্রকাশিত: মে ২৭, ২০২২, ০৪:১৮ পিএম
মুসলমানির দিন সবাই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, গোসলে গিয়ে শিশুর মৃত্যু

মানিকগঞ্জঃ শহরের কালিগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রোহান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মে) দুপুর পৌনে ২টার দিকে শহরের পশ্চিম দাশড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু রোহান ওই গ্রামের প্রবাল হোসেনের একমাত্র ছেলে।

নিহত রোহানের চাচা জাফর ইকবাল জানান, শিশু রোহানের আজ মুসলমানি করার দিন ছিল। বাড়ির লোকজন অনুষ্ঠানের কাজে ব্যস্ত ছিল। আজ সকাল ১১ টার দিকে শিশুটি ও তার চাচাতো ভাইয়েরা মিলে নদীতে গোসল করতে যায়। কিছুক্ষন পরে সাতার না জানায় দুই শিশু পানিতে ডুবে যায়। সাথে থাকা শিশুর ডাক চিৎকারে বাড়ির লোকজন গিয়ে এক শিশুকে জীবিত উদ্ধার করতে পারলেও অন্য শিশুটি নিখোঁজ হয়। 

খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুইঘণ্টা উদ্ধার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে শিবালয় থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ১০ মিনিটের চেষ্টায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তামান্ন রহমান পরীক্ষা নিরীক্ষার পর শিশুটিকে মৃত ঘোষনা করেন।

এমবুইউ