Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

মধুখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


আগামী নিউজ | মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ প্রকাশিত: মে ২৩, ২০২২, ১১:০০ পিএম
মধুখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফরিদপুরঃ মধুখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে‌। সোমবার বিকাল ৪ টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলা  অনুষ্ঠিত হয়।

খেলায় মধুখালী পৌরসভা একাদশ ডুমাইন একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, ওসি মোঃ শহিদুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র আনিচুর রহমান লিটন, মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, আনসার ভিডিপি কর্মকর্তা নিরব বিশ্বাস প্রমুখ। খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলকে ট্রফি ও সম্মাননা প্রদান করা হয়।

এসএস