Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

ফুলবাড়ীতে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম প্রকাশিত: মে ২২, ২০২২, ০৮:১০ পিএম
ফুলবাড়ীতে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

কুড়িগ্রামঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডোবার পানিতে পড়ে আড়াই বছর বয়সে আব্দুল্লাহ নামের এক শিশু মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কিশামত প্রাণকৃষ্ণ গ্রামে, মৃত  ঐ শিশু ওই এলাকায় আশরাফুল আলমের ছেলে ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার  ২২ মে দুপুরে কিশামত প্রাণকৃষ্ণ ভদের বাজার সংলগ্ন এলাকায় শিশুর মা পাকা রাস্তার উপর ধান শুকানোর জন্য যায় এবং  শিশুটিকে রাস্তায় ভ্যানগাড়ীর উপর বসিয়ে রেখে ধান শুকানোর কাজ করতে থাকে। শিশুটি একাই ভ্যান-গাড়ীর উপর খেলাধুলা করতে করতে ভ্যান গাড়ী সহ রাস্তার  পাশে ডোবার পানিতে পরে যায়।  রাস্তায় থাকা অপর একটি শিশু দেখেতে পেয়ে  চিৎকার করলে শিশুটির মা দৌড়ে এসে পানি থেকে তুলে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শিশুটি মারা যায়।

ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ হারুন পানিতে ডুবে শিশুর  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএস