Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

দুপচাঁচিয়ায় স্কুলের বারান্দায় মদ সেবন, আটক ১


আগামী নিউজ | উপজেলা প্রতিনিধি, দুপচাঁচিয়া ( বগুড়া) : প্রকাশিত: মে ২২, ২০২২, ০৬:১১ পিএম
দুপচাঁচিয়ায় স্কুলের বারান্দায় মদ সেবন, আটক ১

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায়  স্কুল ঘরের বারান্দায় মাদক সেবনের অভিযোগে এক ব্যক্তি কে আটকের পর রোববার (২২ মে) তাকে  আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। এর আগে শনিবার (২১ মে) রাতে  তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম ইমন ইসলাম (২০)। সে দুপচাঁচিয়া উপজেলার তালুচ ফকির পাড়ার ইউনুস আলীর ছেল।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানায়, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ বলছে, শনিবার রাতে দুপচাঁচিয়া উপজেলার তালুচ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসআই আলেফ উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স। অভিযানকালে তালুচ পাঁচপীর বিজ্ঞান ও প্রযুক্তি বালিকা উচ্চ বিদ্যালয়ের ঢেউটিন নির্মিত পরিত্যক্ত ঘরের বারান্দায় চোলাই মদ পান করা অবস্থায় ইমন ইসলাম কে আটক করা হয়।

দেওয়ান পলাশ/এসএস