Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

শার্শায় গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক


আগামী নিউজ | বেনাপোল প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২, ০৫:৩২ পিএম
শার্শায় গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ছবিঃ আগামী নিউজ

যশোরঃ জেলার শার্শায় দুই কেজি গাঁজা, একটি প্রাইভেটকার ও একটি ইজিবাইকসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জানুয়ারী) দুপুরে শার্শা থানার কামারবাড়ী মোড় এলাকা থেকে তাদের আটক করে গোড়পাড়া ফাঁড়ির পুলিশ সদস্যরা।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের হামিদ মুন্সির ছেলে রিয়াজুল ইসলাম (৩২), একই এলাকার বিল্লাল খাঁর ছেলে লিটু খাঁ (২৬) ও অভয়নগর থানার শুভরাড়া উত্তরপাড়ার শহিদ ফকিরের ছেলে ইমরান ফকির (২৭)।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এএসআই তায়েবুর রহমানের নেতৃত্বে পুলিশ শার্শা উপজেলার কামারবাড়ী মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে দুইটি পোটলায় ৪ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার, একটি ইজিবাইক ও ৫ টি মোবাইল ফোন জব্দসহ তাদেরকে আটক করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে।

আগামীনিউজ/এসএস