Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

নাটোরে এক দিনের উদ্যোক্তা হাট


আগামী নিউজ | নাটোর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২, ০৩:৪৯ পিএম
নাটোরে এক দিনের উদ্যোক্তা হাট

ছবিঃ আগামী নিউজ

নাটোরঃ জেলার দিঘাপতিয়ায় এক দিনের উদ্যোক্তা হাট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৮জানুয়ারি) সকালে দিঘাপতিয়া উত্তরা গণভবনের পাশে এই উদ্যোক্তা হাটের উদ্বোধন করেন বিসিক শিল্পনগরীর সহকারী পরিচালক দিলরুবা দীপ্তি। 

জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং বিসিক শিল্প নগরীর আয়োজনে এই উদ্যোক্তা হাটের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সুবিদ কুমার ৈেমত্র অলোক, দিঘাপতিয়া এম.কে অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বিসিক শিল্প বণিক সমিতির সাধারণ সম্পাদক আফজাল হোসেনসহ অন্যান্যরা। 

বিসিকের নিবন্ধিত শিল্পদ্যোক্তারা এই উদ্যোক্তা হাটে অংশ গ্রহণ করেন। দিনব্যাপী এই হাটে ২০জন উদ্যোক্তা তাদের নিজ নিজ দোকানের মাধ্যমে তাদের উৎপাদিত দ্রব্যাদি প্রদর্শন ও বিক্রি করছেন।

আগামীনিউজ/এসএস