Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

গভীর রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ওসি বিপ্লব


আগামী নিউজ | মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২, ০৫:৪৩ পিএম
গভীর রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ওসি বিপ্লব

ছবিঃ আগামী নিউজ

মানিকগঞ্জঃ মানিকগঞ্জের ঘিওর থানা অফিসার ইনচার্জ (ওসি) আইজিপি পদক প্রাপ্ত মোঃ  রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব গভীর রাতে উপজেলার পয়লা ইউনিয়নের বাসুদেব বাড়ি গ্রামের অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।

বৃহস্পতিবার ( ২০ জানুয়ারি ) দিবাগত গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় হতদরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

পুলিশের দেওয়া কম্বল পাওয়া কয়েকজনের সাথে আলাপকালে তারা বলেন, কনকনে শীতে যখন শরীর কাঁপছিল তখন স্যার আমাদের কম্বল দেন। রাতের আঁধারে আমাদের খোঁজ-খবর নিয়ে কম্বল দেওয়ায় ওসি স্যারসহ সকল পুলিশের প্রতি আমরা কৃতজ্ঞ।

 ঘিওর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান মহোদয়ের নির্দেশনায় আমরা সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।  এই শীতে এসব মানুষের পাশে দাঁড়াতে পেরে একজন পুলিশ সদস্য হিসেবে নিজেকে ধন্য মনে করছি। এ সময় তিনি সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

 উল্লেখ্য, গত বছরের কনকনে শীতেও তিনি রাতের আঁধারে  উপজেলার বিভিন্ন জায়গায় ছিন্নমূল, বয়স্ক ও কর্মজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করেছিলেন‌।

আগামীনিউজ/শরিফ