Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত


আগামী নিউজ | নওগাঁ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২, ১২:৪৮ পিএম
নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

ছবিঃ আগামীনিউজ

নওগাঁঃ জেলার পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারী) সকালে উপজেলার পত্নীতলা-সাপাহার সড়কের করমজাই মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে।

নিহতরা হলেন, উপজেলার আকবরপুর ইউনিয়নের বড়মহারন্দ গ্রামের মৃত আলহাজ্ব ময়েজ উদ্দীনের ছেলে ফারুক হোসেন (৬০) ও মৃত সাখাওয়াত হোসেনের মেয়ে বুলবুলি আক্তার (৩৫)। 
  
পত্নীতলা থানার সাব ইন্সপেক্টর (এসআই) শাহিনুর ইসলাম, সকালে একটি বালু বোঝায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। এবং এ ঘটনায় আহত তিনজনকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  করা হয়ে সেখানে এক জনের মৃত্যু হয়। 

তিনি আরও জানান ঘাতক ট্রক্টরের চালক পালিয়ে গেলেও ট্রাক্টরটি আটক করা হয়েছে। এবং লাশ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আগামীনিউজ/নাসির