Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

ময়মনসিংহে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২, ০৭:৫৪ পিএম
ময়মনসিংহে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

ছবিঃ আগামী নিউজ

ময়মনসিংহঃ ময়মনসিংহে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর চায়না মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন- ত্রিশালের সেনবাড়ি কালিরবাজার এলাকার ফজলুল হকের ছেলে বাবু (২৫), সোহরাব আলীর ছেলে ইয়াসিন (১৮) ও ইসলামের ছেলে রিপন (৩০)। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ চায়না মোড় এলাকায় ময়মনসিংহগামী একটি ড্রামট্রাক চলন্ত অবস্থায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে তা ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। এ সময় আরেক আরোহী গুরুতর আহত হন। 

পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটিকে আটক করেছে বলেও জানান ওসি শাহ কামাল আকন্দ।

আগামীনিউজ/এসএস