Dr. Neem on Daraz
Victory Day

সিরাজগঞ্জে ট্রাক চাপায় প্রাণ হারালেন যুবক


আগামী নিউজ | সিরাজগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২১, ০৫:১৯ পিএম
সিরাজগঞ্জে ট্রাক চাপায় প্রাণ হারালেন যুবক

প্রতীকী ছবি

সিরাজগঞ্জঃ জেলার কামারখন্দ উপজেলার কড্ডার মোড় এলাকায় ট্রাক চাপায় মোঃ আব্দুল  (৩৫) নামে একজন নিহত  হয়েছে। 

বুধবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কামারখন্দ উপজেলার ঝাঐল গ্রামের ইউসুফ আলীর ছেলে। 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান  বিষয়টি নিশ্চিত করে জানান, ঝাঐল থেকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন আব্দুল। এ সময় পেছন থেকে আসা ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়।

এতে তিনি গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন।

আগামী নিউজ/এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে