Dr. Neem
Dr. Neem Hakim

চুনারুঘাটে টানা বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা


আগামী নিউজ | চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১, ০৭:৫০ পিএম
চুনারুঘাটে টানা বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা

ছবিঃ আগামী নিউজ

হবিগঞ্জঃ জাওয়াদ' এর প্রভাবে হবিগঞ্জের চুনারুঘাটে গত ২/ ৩ দিন ধরে টানা বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতির আশংকা করছেন উপজেলা কৃষি অধিদপ্তর।

জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন। টানা বর্ষণে রাস্তায় যানচলাচল ছিল একেবারে কম। দোকানপাট ছিল বন্ধ। রাস্তাঘাট ছিল জনশুন্য।

উপজেলা কৃষি অফিসার  মোঃ মাহিদুল ইসলাম বলেন, গত ২/৩দিনের ভারী বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতির আশংকা করা হচ্ছে। এ উপজেলায় কিছু এলাকায় এখনো আমন ধান কাটা শুরু হয়নি। এ পাকা ধান মাঠেই শুয়ে পড়েছে।

এ ছাড়াও বোরো ধানের বীজতলা, শীতকালীন সবজি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। যদি আরাে এ ভাবে ভারী বর্ষণ হয় তাহলে ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। কৃষি অফিস এ বিষয়ে বৃষ্টির পরবর্তী সময়ে খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

আগামীনিউজ/এসএস