Dr. Neem on Daraz
Victory Day

দুপচাঁচিয়ায় ইউপি নির্বাচনে নৌকা ৫, লাঙ্গল ১


আগামী নিউজ | দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২১, ০৮:৪২ পিএম
দুপচাঁচিয়ায় ইউপি নির্বাচনে নৌকা ৫, লাঙ্গল  ১

ফাইল ছবি

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদের মধ্য ৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন পঞ্চম ধাপে ৫ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছেে। ২৭ নভেম্বর পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য তফশীল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতিকে অনুষ্ঠিত হলেও আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলের তেমন সাড়া মিলছে না। দুপচাচিয়ার ৫ ইউনিয়নে নৌকা ও ১ টি ইউনিয়নে লাঙ্গল প্রতিকের প্রচার-প্রচারণায় সরব নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থী ও সমর্থকরা। তবে তিন-চারটি ইউনিয়নে স্বতন্ত্র মোড়কে বিএনপি'র প্রার্থীরা উৎসাহ-উদ্দীপনাবিহীন নিরব প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এবার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে দুপচাঁচিয়া উপজেলার ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন দুপচাঁচিয়া সদর ইউনিয়নে মো. আব্দুর বাখের (সেন্টু), চামরুল ইউনিয়নে মো. আজমল হোসেন প্রাং, গুনাহার ইউনিয়নে শাহ্ মো. আব্দুল খালেক, গোবিন্দপুর ইউনিয়নে মো. আব্দুর রশিদ মঞ্জু এবং জিয়ানগর ইউনিয়নে মো. কামরুজ্জামান।

অন্যদিকে, দুপচাঁচিয়া সদর ইউনিয়নে জাতীয় পার্টির মনোনয়নে লাঙ্গল প্রতিকে প্রার্থী হতে যাচ্ছেন মো. আ. মান্নান খন্দকার।

নির্বাচন কমিশনের সংশোধিত তফশীল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ ডিসেম্বর।

আগামীনিউজ/এসআইএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে