Dr. Neem on Daraz
Victory Day

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


আগামী নিউজ | দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ০৯:১৯ পিএম
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতীকী ছবি

দিনাজপুরঃ শহরের ব্যস্ততম জোড়া ব্রিজের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

রোববার৫ (ডিসেম্বর) বিকালেে দুর্ঘটনাটি ঘটে। নিহত আসাদুজ্জামান রাজশাহী সদর উপজেলার কাশিয়াডাঙ্গা আদাদিয়া পাড়া এলাকার। তিনি বেসরকারি ঔষধ কোম্পানি ডেল্টা ফার্মার বিক্রয় প্রতিনিধি ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, প্রতিদিনের মত নিহত আসাদুজ্জামান অফিসের  কাজ শেষে পার্শবর্তী উপজেলা বোচাগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে  দিনাজপুরে অফিসে ফিরছিলেন। পথিমধ্যে জোড়া ব্রিজের সামনে পৌছালে একটি ট্রাক মোটর সাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে যান। তাৎক্ষনিক ভাবে স্থানীয়রা উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন,দুর্ঘটনার পর পরই স্থানীয়রা ট্রাকটি ঘিরে ধরায়  চালক পালিয়ে গেলে ট্রাকটিকে জব্দ করা হয়।

আগামীনিউজ/এসআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে