Dr. Neem
Dr. Neem Hakim

নারায়ণগঞ্জ সিটিতে নৌকার মাঝি আইভী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১, ০৯:২২ পিএম
নারায়ণগঞ্জ সিটিতে নৌকার মাঝি আইভী

ফাইল ছবি

নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। গতবারের মতো এই নির্বাচনেও নৌকা প্রতীকে লড়বেন তিনি।

শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় মনোনয়ন বোর্ডের সভা শেষে নাসিকে মেয়র পদে ডা. আইভীকে মনোনয়ন প্রদানের কথা জানায় আওয়ামী লীগ।

গত ২০১১ সালে প্রথম নারায়ণগঞ্জ সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হন ডা. সেলিনা হায়াৎ আইভী। পরে ২০১৬ সালের নির্বাচনে প্রথমবারের মতো দলীয় নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেন ডা. আইভী। ওই নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি।

আগামীনিউজ/এসআই