Dr. Neem on Daraz
Victory Day

বিজয় দিবস উপলক্ষে ধামইরহাটে প্রস্তুতিমূলক আলোচনা সভা


আগামী নিউজ | ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ০২:১৮ পিএম
বিজয় দিবস উপলক্ষে ধামইরহাটে প্রস্তুতিমূলক আলোচনা সভা

ছবি: আগামী নিউজ

নওগাঁ: জেলার ধামইরহাটে বিজয় দিবসের ৫০ বছর পূর্তী ও রজত জয়ন্তী উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার ২ ডিসেম্বর সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠি হয়। 

উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, সহকারী কমিশনার (ভুমি) সিব্বির আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ দেলদার হোসেন, সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ  মো. শহিদুল ইসলাম, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ কে এম রাকিবুল হুদা। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডা আঃ রউফ মন্ডল, আ.লীগ নেতা মো. আবু হানিফ, পৌর কমিশনার মুক্তাদিরুল হোসেন মুক্ত, ধামইরহাট প্রেসক্লাব সভাপতি মো. আঃ আজিজ মন্তল, সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বাবু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে