Dr. Neem
Dr. Neem Hakim

খালেদা জিয়ার সুচিকিৎসা ও সুস্থতা কামনায় ইবিতে দোয়া মাহফিল


আগামী নিউজ | ইবি প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১, ০৮:৫৪ পিএম
খালেদা জিয়ার সুচিকিৎসা ও সুস্থতা কামনায় ইবিতে দোয়া মাহফিল

ছবিঃ আগামী নিউজ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও সুস্থতা কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় ক্যাম্পাসের অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে জিয়া পরিষদের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রফেসর ড. মিজানূর রহমান, প্রফেসর ড. এম ইয়াকুব আলী, প্রফেসর ড. নজিবুল হক, প্রফেসর ড. মহিব্বুল ইসলাম, প্রফেসর ড. আব্দুল মালেক, প্রফেসর ড. নূরুন নাহার, প্রফেসর ড. রাশেদুজ্জামান, প্রফেসর ড. রফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালণা করেন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইদ্রিস আলী। এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মুনাজাত করা হয়।

আগামীনিউজ/এসআই