Dr. Neem
Dr. Neem Hakim

কচুয়ায় বিআরটিসি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ১০:১৭ এএম
কচুয়ায় বিআরটিসি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত

ছবিঃ আগামী নিউজ

চাঁদপুরঃ জেলার কচুয়ায় সিএনজিচালিত অটোরিকশায় বিআরটিসি বাসের ধাক্কায় ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কচুয়া উপজেলার কড়ৈয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উর্মি মজুমদার উমা (২৪) ‍উপজেলার দোয়াটি এলাকার মৃত রাজকুমারের মেয়ে, মাহাবুব আলম (২২) কোয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও সাদ্দাম হোসেন নিশ্চিন্তপুরের মোনাত মিয়ার ছেলে। তারা কুমিল্লার সরকারি ভিক্টরিয়া কলেজের মাস্টার্সের পরীক্ষার্থী ছিলেন।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশাটি কচুয়া থেকে হাজীগঞ্জ যাচ্ছিল। কচুয়া-হাজীগঞ্জ সড়কের কড়ইয়া বিশ্বরোড এলাকায় লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী একটি বাস ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচরে ঘটনাস্থলেই তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। এসময় আহত হন অটোরিকশাচালকসহ দুজন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

আগামীনিউজ/নাসির