Dr. Neem on Daraz
Victory Day

গোপালগঞ্জে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত


আগামী নিউজ | গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১, ১২:২৯ পিএম
গোপালগঞ্জে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত

ছবিঃ আগামী নিউজ

গোপালগঞ্জঃ জেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সমবায় বিভাগ, গোপালগঞ্জ ও জেলা সমবায় ইউনিয়ন যৌথভাবে এ কর্মসূচী পালন করে।

“বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্য নিয়ে আজ শনিবার সকালে সমবায় ও জেলা সমবায় ইউনিয়ন অফিস চত্ত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে সেখান থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ওই একই স্থানে গিয়ে শেষ হয়। 

পরে সমবায় ও জেলা সমবায় ইউনিয়ন অফিস চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইলিয়াছুর রহমান। জেলা সমবায় ইউনিয়নের সভাপতি শেখ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, সিনিয়র সহ-সভাপতি মো: শেখ রুহুল আমিন, জেলা সমবায় কর্মকর্তা শেখ মো: নজরুল ইসলাম বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে জেলার পুরুষ ও নারী সমবায়ীরা অংশ নেন। আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব তুলে ধরা হয়।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে