 
                            ছবি: আগামী নিউজ
হবিগঞ্জ: প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রাহুল তালুকদার (২৯) নামের এক যুবক নিহত হয়েছে। এসময় দুই স্কুলছাত্রীসহ তিনজন আহত হয়।
মঙ্গলবার বেলা ২ (অক্টোবর) আড়াইটার দিকে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালারডোবা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত রাহুল তালুকদার হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামের সত্তর তালুকদারের পুত্র। আহত পান্না আক্তার বানিয়াচং উপজেলার নন্দিপাড়া গ্রামের কদ্দুস মিয়া ও সোনিয়া একই গ্রামের আখলাছ মিয়ার কন্যা। আহত রিপন আহত পান্না আক্তারের ভাই বলে জানা গেছে। নিহত রাহুল তালুকদার আহতদের খালাতো ভাই।
গুরুতর আহত পান্না আক্তার (১৬) ও রিপন (২৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত সোনিয়া আক্তার (১৩) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মাঝে আহত পান্নার অবস্থা আশংকাজনক।
জানা যায়, প্রাইভেটকারযোগে বানিয়াচং উপজেলার মেধাবিকাশ স্কুলের দুই ছাত্রী পান্না আর সোনিয়া ভাইদের সাথে একই উপজেলার ভবানীপুর এলাকার রিসোর্টে ঘুরতে আসে। ঘুরা শেষে দুপুরের খাবারের জন্য হবিগঞ্জ শহরের একটি রেষ্টুরেন্টে আসে। এরপর তাদেরকে বাড়ি পৌঁছে দিতে নিহত রাহুল ও আহত রিপন বানিয়াচংয়ে যায়। পথে কালারডোবা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাহুলকে মৃত ঘোষনা করেন। আশংকাজনক অবস্থায় পান্না আর রিপনকে সিলেট প্রেরণ করা হয়। অপর আহত সোনিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হবিগঞ্জ সদর থানার (ওসি) দৌস মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন।
আগামীনিউজ/ হাসান
-20251013141837.jpg) 
      -20251013095452.jpg) 
       
       
       
      -20250923081410.jpg) 
       
       
       
      -20250815155757.jpg)