Dr. Neem on Daraz
Victory Day

নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স খাদে, নিহত ২


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১, ০৯:৩৭ এএম
নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স খাদে, নিহত ২

ছবি: সংগৃহীত

ঢাকাঃ হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মিতরা এলাকার কালীবাড়ী মোড় নামক স্থানে একটি যাত্রীবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাশয়ে পড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সের দুই যাত্রী পানিতে ডুবে মারা যায়।

ফায়ার সার্ভিস জানিয়েছেন, গতকাল শুক্রবার রাতে গাবতলী বাস টার্মিনাল থেকে পাঁচজন যাত্রী নিয়ে ফরিপুরের উদ্দেশে ছেড়ে আসা অ্যাম্বুলেন্সটি রাত ৩টার দিকে মিতরা এলাকার কালীবাড়ী মোড়ে আসা মাত্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাশয়ে ডুবে যায়। দুর্ঘটনার সময় গাড়িটিতে চালক ও হেলপারসহ মোট সাতজন আরোহী ছিল। তাদের মধ্যে পাঁচজন বেরিয়ে আসতে পারলেও পেছনের সিটে থাকা দুই যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়ে পানিতে ডুবে মারা যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে রাস্তার পাশের বাড়ির থেকে স্থানীয় লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবরটি জানালে উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে পৌঁছে পানির নিচে ডুবে থাকা গাড়ির ভেতর থেকে আটকে পড়া দুই যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া অ্যাম্বুলেন্সের একজন যাত্রী জানিয়েছেন, গাড়ির মধ্যে ড্রাইভার হেলপারসহ মোট সাতজন ছিলাম। গাড়িটি হঠাৎ রাস্তা থেকে পাশের জলাশয়ে পড়ে যায়।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে