Dr. Neem on Daraz
Victory Day

সুন্দরগঞ্জে সম্প্রীতির বন্ধনে কবিতা পাঠ ও আবৃতি অনুষ্ঠিত


আগামী নিউজ | সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১, ১০:০২ পিএম
সুন্দরগঞ্জে সম্প্রীতির বন্ধনে কবিতা পাঠ ও আবৃতি অনুষ্ঠিত

ছবি: আগামী নিউজ

গাইবান্ধা:`সাম্প্রদায়িকতা বা বৈরিতা নয়, ভেদাভেদ ভুলে মানুষে মানুষে গড়ে তুলি সম্প্রীতির বন্ধন' শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে কবিতা পাঠ ও আবৃতি অনুষ্ঠিত হয়েছে।

সুপ্রকাশ সাহিত্য সংসদ (সুসাস)'র আয়োজনে রোববার বিকেলে কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সুসাসের উপদেষ্টা ড. মো. শফিউল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কঙ্কন সরকারের সঞ্চালনায় সম্প্রীতির কথা মালায় বক্তব্য রাখেন সুসাসের সভাপতি বিশ্বজিৎ বর্মণ, উপদেষ্টা মো. আব্দুস সামাদ মিঞা, সহ-সভাপতি নাজমুস সাকিব, অর্থ সম্পাদক কমলা কান্ত বর্মণ ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ। 

অনুষ্ঠানে কবিতা পাঠ করেন ছড়াকার ফয়সাল সাকিদার আরিফ, চন্দন সাহা বাপ্পী, গল্পকার হাসান রোকন, আল আমিন ইসলাম ও মো: তারিকুল হাসান। 

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে