Dr. Neem
Dr. Neem Hakim

সংখ্যালঘুদের উপর হামলার মামলা বিশেষ ট্রাইবুনালে নিষ্পত্তির দাবি


আগামী নিউজ | দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ০৭:৩৯ পিএম
সংখ্যালঘুদের উপর হামলার মামলা বিশেষ ট্রাইবুনালে নিষ্পত্তির দাবি

ছবি: আগামী নিউজ

দিনাজপুর: জেলার সদর উপজেলায় চলমান বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গন অবস্থান ও বিক্ষােভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২৩ অক্টোবর) সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু মহাজোট,পুজা উৎযাপন পরিষদ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গন অবস্থান ও বিক্ষােভ মিছিল করে। 

জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক সংগঠন একই সাথে কর্মসুচীতে অংশ নেওয়ায় স্লোগানে স্লোগানে মুখরিত হয় শহর আর সৃষ্টি হয় যানজট।  

বিক্ষোভ ও অবস্থান কর্মসুচীতে অংশ নিয়ে সংখ্যালঘুদের উপর হামলার মামলা বিশেষ ট্রাইবুনালে নিষ্পত্তির দাবি জানান দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল সহ অংশ গ্রহনকারীরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিরল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু রমাকান্ত রায় সহ জেলা ও বিভিন্ন উপজেলার ধর্মীয় নেতৃবৃন্দরা।

আগামীনিউজ/ হাসান