Dr. Neem
Dr. Neem Hakim

হিজড়া চক্রের মারধরের শিকার দম্পতি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ১০:১৮ পিএম
হিজড়া চক্রের মারধরের শিকার দম্পতি

ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর হাতিরঝিলে ঘুরতে গিয়ে হিজড়া চক্রের মারধরের শিকার হয়েছেন এক দম্পতি। এতে ভুক্তভোগী যুবকের কান ও মাথায় গুরুতর জখম হয়েছে। তার পরনের কাপড়ও ছিঁড়ে ফেলেছে তারা।

শুক্রবার সন্ধ্যার দিকে হাতিরঝিলের বেগুনবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রনি বলেন, শুক্রবার ছুটির দিন হওয়ায় বিকেলে স্ত্রীকে নিয়ে হাতিরঝিল এলাকায় ঘুরতে যাই। কিছুক্ষণ পর তৃতীয় লিঙ্গের কয়েকজন এসে আমাদের কাছে টাকা দাবি করে। তাদেরকে ১০ টাকা দিতে গেলে নিতে অস্বীকৃত জানান। নিরূপায় হয়ে ২০ টাকা দিই। কিছুক্ষণ পরে তারা আবার এসে টাকা দাবি করে। টাকা না দিতে চাইলে তারা আমার ওপরে ক্ষেপে যায়। পরে পাশের লোকজন এসে তাদেরকে বাধা দেন। পরে হাতিরঝিল থেকে বেগুনবাড়ি মোড়ের দিকে চলে আসি। এসময় হঠাৎ তারা আবারও (হিজড়া দল) এসে আমাকে মারধর শুরু করে। আমার স্ত্রী ঠেকাতে গেলে তাকেও মারধর করে তারা।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বলেন, ‘ভুক্তভোগী দুজন থানায় এসেছেন। তারা লিখিত অভিযোগ দেবেন। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হবে।’

ওসি বলেন, ‘হাতিরঝিল একটি পর্যটনকেন্দ্র। এখানে বেড়াতে আসা মানুষদের উত্যক্তকারী যে বা যারাই হোক, তাদের বিরুদ্ধে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’

আগামীনিউজ/ হাসান