Dr. Neem
Dr. Neem Hakim

নেত্রকোণায় কো-অপারেটিভ ক্রেডিট  ইউনিয়ন লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


আগামী নিউজ | নেত্রকোণা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ০৫:১৬ পিএম
নেত্রকোণায় কো-অপারেটিভ ক্রেডিট  ইউনিয়ন লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ছবি : আগামী নিউজ

নেত্রকোণাঃ জেলায় দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) এর সহযোগিতায় নেত্রকোণা সদর উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডর ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংগঠনের নেত্রকোণা সদর উপজেলা কমিটির চেয়ারম্যান সাফায়াত আহমাদের সভাপতিত্বে সভা উদ্বোধন করেন বৃহত্তর ময়মনসিংহ “ছ” অঞ্চলের কাল্ব ডিরেক্টর অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন।

পরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নেত্রকোণার ঐতিহ্যবাহী চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো.আশরাফুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান মো.তফাজ্জল হোসেন খান, সেক্রেটারী কাজী মো.নজরুল ইসলাম, ব্যবস্থাপনা কমিটির ডিরেক্টর ওমর ফারুক, ডিরেক্টর আবুল হাসেম, ডিরেক্টর মো.সাদেকুর রহমান সিদ্দিক সহ শিক্ষক প্রতিনিধিবৃন্দ। আলোচনাসভা শেষে শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আগামীনিউজ/নাসির