Dr. Neem
Dr. Neem Hakim

লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত


আগামী নিউজ | লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ১২:২৪ পিএম
লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

ছবি : আগামী নিউজ

লক্ষ্মীপুরঃ গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ২২ অক্টোবর (শুক্রবার) সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 

বিআরটিএ লক্ষ্মীপুর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: তোহিদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিআরটিএ সহকারী পরিচালক মো: এনায়েত হোসেন মন্টু, ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো: জাকির হোসেন, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি প্রফেসর কার্তিক সেন গুপ্ত, জেলা ট্রাক মালিক সমিতি সভাপতি মো: শাহ আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার আহবায়ক জাকির হোসেন ভৃঁইয়া আজাদ, বিআরটিএ মোটরযান পরিদর্শক মো: মুছা,সহকারী মোটরযান পরিদর্শক জাহাঙ্গীর আলম প্রমুখ। 

এসময় বিভিন্ন পরিহন সংগঠনের নেতৃবৃন্দসহ সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/নাসির