ছবি: আগামী নিউজ
গোপালগঞ্জ: জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে নব-নির্বাচিত উপজেলা শিক্ষা অফিসার সমিতির নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তারা।
এ সময় তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় উপজেলা শিক্ষা অফিসার সমিতির সভাপতি মো: মঈনুল ইসলাম খান, সিনিয়র সহ সভাপতি মো: মোহসীন রেজা, মহাসচিব শারমিন নাছিমা বানু, অতিরিক্ত মহাসচিব মো: তাজুল ইসলামসহ উপজেলা শিক্ষা অফিসার সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামীনিউজ/ হাসান