Dr. Neem
Dr. Neem Hakim

দুপচাঁচিয়ায় আ.লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা


আগামী নিউজ | দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১, ০৭:৩৯ পিএম
দুপচাঁচিয়ায় আ.লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

ছবি: আগামী নিউজ

বগুড়া: জেলার দুপচাঁচিয়া উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকালে শান্তি শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আমিনুর রহমান এবং সাধারন সম্পাদক এমদাদুল হকের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়ে 

শোভাযাত্রায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং শান্তির পক্ষে বিভিন্ন শ্লোগান উচ্চারিত হয়।

শোভাযাত্রায় উপজেলা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের  বিভিন্ন ইউনিট, সকল সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মিরা যোগদান করে।

শোভাযাত্রা শেষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে  দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

আগামীনিউজ/ হাসান