Dr. Neem
Dr. Neem Hakim

খানসামায় মসজিদের ইমামদের সাথে প্রশাসনের মতবিনিময়


আগামী নিউজ | দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১, ০২:৫১ পিএম
খানসামায় মসজিদের ইমামদের সাথে প্রশাসনের মতবিনিময়

ছবি: সংগৃহীত

দিনাজপুর: জেলার খানসামায় উপজেলা প্রশাসনের সাথে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

মঙ্গলবার (১৯ অক্টোবর) খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণের সাথে মতবিনিময় সভায় দেশে সাম্প্রতিক চলমান প্রেক্ষাপট সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।      

উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সভায় ভার্চুয়ালী অংশ নিয়ে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী (এমপি)। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ওসি কামাল হোসেন, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু ও উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ সহ আরও অনেকে।

আগামীনিউজ/ হাসান