Dr. Neem
Dr. Neem Hakim

বিরল আওয়ামী লীগের সম্প্রীতির সমাবেশ ও শান্তি শোভাযাত্রা


আগামী নিউজ | দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১, ০২:৩৬ পিএম
বিরল আওয়ামী লীগের সম্প্রীতির সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

ছবি: আগামী নিউজ

দিনাজপুর: জেলার বিরল উপজেলায় আওয়ামী লীগ সহ সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত। 

প্রতিকূল আবহাওয়া মধ্যেই সারাদেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ সকাল ১১ টায় বিরল উপজেলা আওয়ামী লীগ সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা বের করে।

উপজেলা আওয়ামী লীগের  সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর ও সাধারণ সম্পাদক রমাকান্ত রায়ের নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলা দলীয় কার্যালয় থেকে শুরু করে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে শহীদ মিনার ও বঙ্গবন্ধুর মুরালে গিয়ে শেষ হয়।

শান্তি শোভাযাত্রায় দলীয় নেতা-কর্মীদের সাথে সর্বস্তরের মানুষদের অংশগ্রহন করতেও দেখা যায়।    

পাশাপাশি উপজেলা আওয়ামী যুব লীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নিজ নিজ ব্যানারে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রায় অংশ নেয়। 

আগামীনিউজ/ হাসান