Dr. Neem on Daraz
Victory Day

পলাশবাড়ীর নির্বাচনের দাবীতে বিশাল মানববন্ধন


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১, ০৭:৪৮ পিএম
পলাশবাড়ীর নির্বাচনের  দাবীতে বিশাল মানববন্ধন

ছবিঃ আগামী নিউজ

গাইবান্ধাঃ আসন্ন ইউপি নির্বাচনে ১৯ বছর যাবৎ ভোট বঞ্চিত তৃতীয়ধাপের তফশীলে অন্তর্ভূক্ত না হওয়ায় গাইবান্ধার পলাশবাড়ীর বরিশাল ইউনিয়ন ভোটাধিকার বাস্তবায়ন কমিটির আয়োজনে নির্বাচনের দাবীতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৭ অক্টোবার) সকালে উপজেলার বরিশাল ইউপির জুনদহ বাজার এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভোটাধিকার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রভাষক শামীম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাবেক ভিপি রফিকুল ইসলাম, ভোটাধিকার বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুস সামাদ মন্ডল, যুগ্ম আহ্বায়ক শামীম আহম্মেদ প্রধান, এমএ আবদুল হালিম, আবুল হোসেন, আবদুস সোবহান, সদস্য মতলুবর রহমান মিঠু, রবিউল ইসলাম রবি, মাহফুজার সরকার, খলিলুর রহমান, আশরাফুল ইসলাম রায়হান, মাজেদুর রহমান, ময়নুল হক ও মোছা. হালিমা বেগম প্রমুখ। এ সময় অন্যান্য সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থীসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ইতোপূর্বে পলাশবাড়ী পৌরসভা বাস্তবায়নে সীমানা জটিলতায় কিশোরগাড়ী, পলাশবাড়ী ও বরিশাল ইউপি’র নির্বাচন স্থগিত করা হয়। এ ইউনিয়নে বিগত ২০০৩ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। চলতি বছরই পলাশবাড়ী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বরিশাল ও কিশোরগাড়ী ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠানে আর কোন বাধা থাকার কথা নয়। চলমান ইউপি নির্বাচন তফশীল ঘোষণার ধারাবাহিকতার তৃতীয়ধাপে উপজেলার বরিশাল ও কিশোরগাড়ী ইউনিয়নের তফশীল ঘোষণার কথা থাকলেও অজ্ঞাত কারণে আবারো ইউপি দু’টিকে বঞ্চিত করে তফশীল ঘোষণা করা হয়।

অনুষ্ঠিত মানববন্ধনের মাধ্যমে সমাগত প্রার্থী-ভোটারসহ এলাকার মানুষ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণের যথাযথ হস্তক্ষেপ দাবী করেন। এর ব্যতয় ঘটলেও পরবর্তীতে আহবানকৃত মানববন্ধনের মাধ্যমে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করেন। 

আগামীনিউজ/শরিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে