Dr. Neem
Dr. Neem Hakim

দুপচাঁচিয়ায় পাঁচ পলাতক আসামী আটক


আগামী নিউজ | দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১, ০৬:৩৬ পিএম
দুপচাঁচিয়ায় পাঁচ পলাতক আসামী আটক

ছবি: আগামী নিউজ

বগুড়া: জেলার দুপচাঁচিয়া উপজেলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারি পরায়ানামুলে পাঁচ পলাতক আসামী কে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (১৫ অক্টোবর) ও শনিবার (১৬ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে ওই আসামীদের আটক করা হয়।

আটককৃতরা হলো- উপজেলার গোবিন্দপুরের মৃত নাফিজ উদ্দীনের ছেলে নাসির উদ্দীন, সদরের শহরতলা এলাকার সপু প্রামানিকের ছেলে শহিদুল ইসলাম, জয়পুরপাড়ার মহসিন আলীর ছেলে হাসান আলী, তালোড়া বাশোপাতা গ্রামের কিনার উদ্দীন প্রামানিকের ছেলে হেলাল খান, ঝাঁঝিড়া গ্রামের মৃত তছির উদ্দীনের ছেলে মহির উদ্দীন।

আগামীনিউজ/ হাসান